মোঃ রশিদুল ইসলাম রিপনঃ আজ শনিবার(১৬ জানুয়ারি) লালমনিহাটে সেবানীড় পরিবারের পক্ষ থেকে অসহায়-দুস্থদের বাড়িতে গিয়ে তাদের কে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন সেবানীড় এর সকল সদস্যরা। তারা ২০০টি শীতবস্ত্র বিতরণ করে।
জানা গেছে, কম্বল হাতে পেয়ে বেশ খুশি হয়েছে শীতার্ত এই মানুষগুলো। মোঃ নজরুল(৬০) কম্বল পেয়ে বলেন, কম্বল পেয়ে খুব খুব ভালো লাগছে। শীতের রাতে ঘুমাতে খুব কষ্ট হতো এখন একটু আরামে ঘুমাতে পারবো। আবুল হোসেনের স্ত্রী বলেন,যারা কম্বল দিছে আল্লাহ তাদের ভালো করুক।
শীতার্ত মানুষেরা কম্বল পেয়ে সেবানীড় পরিবারের সকল সদস্য ও প্রতিষ্ঠাতা মোঃ সাজু খানের জন্য দোয়া করছেন।
সেবানীড় এর পরিচালক জনাব মোঃ সাজু খান বলেন, সেবানীড় একটি অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন, বাংলাদেশ। মানুষ মানুষের জন্য। শীতার্ত মানুষের পাশে দ্বাড়ান, মানবতার হোক চির অম্লান। আসুন আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। আপনার পাশে থাকবে সেবানীড় পরিবার। সেবানীড় সব সময় আছে আপনার পাশে।