মোঃমাজহারুল ইসলাম মলি:৩০/১২/২০২০ইং ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের ২য় বর্ষ পূর্তি। এই দিবসটিকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচী গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালনের লক্ষে সারা দেশের ন্যায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে র্যালী মিছিল এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ্, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মজিবুর রহমা, যুগ্ন সম্পাদক মেহেদী মাসুদ জুয়েল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান রুবেল,সাংগঠনিক সম্পাদক মোঃআলমগীর হোসেন প্রমুখ। সভায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সকল অংগ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়।বক্তরা শেখ হাসিনার নেতৃত্বে ২০১৮ সালের-৩০শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে-২৫৭ টি আসন পেয়ে তৃতীয় বারের ন্যায় রাষ্ট্র ক্ষমতায় যেয়ে দেশের মানুষের ভাগ্যে উন্নয়নের কাজ করে যাচ্ছে। এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করে।
গলাচিপায় আওয়ামী লীগের আয়োজনে গণতন্ত্র দিবসে র্যালি ও আলোচনা সভা।
ক্রাইম নিউজ ঢাকা
December, 30, 2020, 2:25 pm
অন্যান্য, পটুয়াখালী, বিভাগীয় খবর, সারাদেশ |
217 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।