,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর উপহার ৪৫টি গৃহহীন পরিবার পাচ্ছেন ঘর

জুয়েল শেখ জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৪৫টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে এখন শুধু হস্তান্তরের অপেক্ষায়। লাল-সবুজের চালা দুই কক্ষ বিশিষ্ট পাকা ঘর প্রতি ঘরের সামনে বারান্দা, দুটি বেডরুম, কিচেন, টয়লেট সহ এ্যাটাচ বাথরুম। সামনে পাকা সড়ক থাকছে বিদ্যুৎ সংযোগ ও পানির ব্যবস্থা। রয়েছে আধুনিক ও উন্নত জীবন যাত্রায় সকল সুযোগ-সুবিধা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র পরিবারকে এসব জমি ও ঘর উপহার দিচ্ছেন। আগামী ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী সারাদেশের ন্যায় একযোগে আনুষ্ঠানিক ভাবে এসব ঘর বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। একই সঙ্গে ঘর ও জমির দলিল বিতরণ করা হবে। ওইদিন তবে ইতিমধ্যে এসব ঘর মূল তালিকা হতে যাচাই-বাছাই করে বরাদ্দ দেয়ার কাজও সম্পন্ন হয়েছে বিধবা দিপালী রানী সাহা, মফেলা, আনেছা বেগমের মতো বহু নারী-পুরুষ যারা এতদিন কেউ কুড়েঘরে, কেউ বেড়া ও উপরে টিনের চালের ঘরে বসবাস করতেন। রোদে বৃষ্টিতে ভিজতেন আজ তারা দু-শতাংশ জমি ও দুই রুম বিশিষ্ট পাকা ঘরে থাকার সুযোগ পেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ বরমান হোসেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব ঘর নির্মাণের সর্ব শেষ সমাপ্তি কাজের তদারকি করতে দেখা যায়। ওই এলাকায় মুজিব জন্ম শতবার্ষিকীতে ৪৫টি নারী-পুরুষকে প্রধানমন্ত্রীর সহায়তায় ঘর তৈরি করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলায় এমন ঘর পাচ্ছেন ৪৫টি পরিবার এর মধ্যে বাগজানা ইউনিয়নে ৫টি আটাপুরের কলন্দপুরে ৩০টি কুসুম্বার ঢাকারপাড়ায় ৪টি ও মোহাম্মদপুর ইউনিয়নের বারকান্দ্রীতে ৬টি পরিবার। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুই শতাংশ জমিও পাকা ঘর বরাদ্দ পেয়ে শোকরিয়া আদায় করেছেন ভুক্তভোগি দরিদ্র পরিবার গুলো প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু সহ জেলা-উপজেলা সাংবাদিক বৃন্দরা পরিদর্শনে উপস্থিত ছিলেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ