অনলাইন ডেক্স: রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগের একটি টিম। গ্রেপ্তারকৃতরা হলো জামাল উদ্দিন দিদার (২২), রবিউল হাসান (২৬) ও সাদ্দাম হোসেন (২৭)।
গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম সাকলায়েন মঙ্গলবার (১ ডিসেম্বর) জানান, যাত্রাবাড়ীর পুনম সিনেমা হলের কাছে সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা কিনে ঢাকায় আনছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।