বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর উত্তরখানে পুলিশি সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
উত্তরখান থানাধীন মাজার এলাকায় ২ নং বিট পুলিশিং কার্যালয়টি শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে উদ্বোধন করেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।
বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন শেষে উপ-কমিশনার শহিদুল্লাহ বলেন, ‘অত্র এলাকার চুরি ছিনতাই রোধ, মাদক নির্মূল ও নারী ও শিশু নির্যাতন দমন করার লক্ষ্যে বিট পুলিশিং অফিস মিনি থানা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে অত্র এলাকার যে কোন সমস্যায় পুলিশিং সেবা নিশ্চিত করা সম্ভব হবে।’
অপরদিকে উত্তরখানে ২ নং বিটের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান সারাক্ষণকে বলেন, ‘এ বিট পুলিশিং কার্যালয়ের মাধ্যমে অত্র এলাকার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা হবে। সেই সাথে পুলিশিং সেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দেয়া হবে।’
এ সময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিনখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোঃ হাফিজুর রহমান রিয়েল, উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. কামরুল ইসলাম সরদার, দক্ষিনখান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) বিপ্লব কুমার গোস্বামী, উত্তরখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মজিদসহ প্রমুখ।