এইচ এম রাকিবুল আল হৃদয়: নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় রাঙ্গাবালীর গহীনখালী সাইক্লোন সেল্টারে ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগিতায় রাঙ্গাবালী থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান, ওসি তদন্ত মো. মস্তফা, ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান হাজি আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মো.জোবায়ের হোসেন এবং বিভিন্ন পর্যয়ের নারী নেতৃবৃন্ধ প্রমুখ। সভা সঞ্চালনা করেন রাঙ্গাবালী থানার এসআই নাজমুল হাসান। সভায় পুলিশ কর্মকর্তারা বলেন, নারীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জনগণকে সচেতন হতে হবে। যেখানেই এ ধরণের ঘটনার খবর পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়
পটুয়াখালীর রাঙ্গাবালীতে কমিউনিটি সচেতনতামূলক সভা
ক্রাইম নিউজ ঢাকা
December, 14, 2020, 2:39 pm
অন্যান্য, পটুয়াখালী, বিভাগীয় খবর, সারাদেশ |
112 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।