,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

পাবনা বনলতা সুইটসে পচা এবং নষ্ট খাবার বিক্রি- সতর্ক ও তিরস্কার

এম এ সৈয়দ তন্ময় রাজশাহী বিভাগীয় চীফ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির মাসিক সভায় পাবনা বনলতা সুইট মিট এন্ড কনফেকশনারীকে পচা এবং নষ্ট খাবার বিক্রি ও সরবরাহের জন্য তিরস্কার এবং সতর্ক করা হয়েছে।
সভায় বক্তারা ঐকমত প্রকাশ করেন যে, পাবনার বনলতা তাদের ব্যবসায়িক সুনামকে পুঁজি করে মানুষকে পচা ও নষ্ট খাবার খাওয়াচ্ছেন।
সভার খোদ সভাপতি পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাফিউল ইসলাম অভিযোগ করে বলেন, গত রমজানে জেলা প্রশাসন আয়োজিত ইফতারীর অনুষ্ঠানে বনলতা যে বিরিয়ানী সরবরাহ করে তা ছিল পচা ও নষ্ট।
এ বিরিয়ানী নিয়ে জেলা প্রশাসনের ভাবমুর্তি নষ্ট হয়।
ঈদের পরে ক্যাবের এক কর্মকর্তার কাছে পাচা দই বিক্রি করা হয়।
বিষয়টি সভায় আলোচিত হলে পাবনা বনলতা সুইট মিট এন্ড কনফেকশনারীকে পচা এবং নষ্ট খাবার বিক্রি ও সরবাহেরর জন্য তিরস্কার এবং সতর্ক করা হয়।
পরে সভায় উপস্থিত বনলতার প্রতিনিধি এ সবের জন্য ক্ষমা চান।
গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাফিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর একে মির্জা শহিদুল ইসলাম, এনডিসি, ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমান, ক্যাব পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, পল্লী উন্নয়ন ফেডারেশন পাবনার সভাপতি হাবিবুর রহমান, কবি ইদ্রিস আলী খান প্রমুখ।
সভা পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক এটিএম মাসুম উদ দৌলা।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ