,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

জয়পুরহাটের পাঁচবিবি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আম বাগান কর্তন

জুয়েল শেখ জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি খাসবাট্টা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকেরা সোলায়মান নামের এক ব্যাক্তি ৫০টি আম ও ৪টি লিচু ফল প্রদানকারী গাছ সম্পূর্ণ রুপে কেটে ফেলছে।

ক্ষতিগ্রস্থ সোলায়মান হোসেন জানায়, সে বেশ কয়েক বছর আগে এলাকার মঞ্জুরুল মৃত শাহাজাহান ও আজাদদের নিকট থেকে জমি ক্রয় করে খাসবাট্টা ঈদগাহ মাঠের পিছনে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।

এ সময় সে বাড়ির পাশে একটি জমিতে আম ও লিচু বাগান করে গত আজ শুক্রবার সকালে অতর্কিত ভাবে একই গ্রামের মৃত খোরশেদ আলম দুদুর ছেলে মেজবাউল আলম ফারুক হোসেন ও রবিউল ইসলাম সহ ১০-১২ সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে তার লাগানো জমির ৫০টি নাক ফজলি, আম রুপালী সহ বিভিন্ন প্রজাতির আম ও ৪টি লিচু গাছ সম্পূর্ন ভাবে জোর পূর্বক কেটে ফেলেছে।

এ সময় সোলায়মানের স্ত্রী তহমিনা, শাশুড়ী মোমেজা ও শালার বউ ফিউজি বেগম বাঁধা দিতে গেলে তাদের বেদম মারপিট করে। পরিস্থিতির রক্তক্ষয়ি হওয়ার আশংকায় সোলায়মানের ছেলে ওবায়দুল পাঁচবিবি থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ক্ষতিগ্রস্থ ব্যাক্তি জানায় এ ঘটনায় তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এই জমিটি নিয়ে আদালতে মামলা চলছে প্রতিক্ষরা একতরফা রায় এর কথা বলে বিভিন্ন ভাবে আমাদের জমি দখল ও জান মালের ক্ষয়ক্ষতির চেষ্টা করছে

এ বিষয়ে কিছু দিন পূর্বে কয়েক দফা শালিশ বৈঠকে আদালতের চূড়ান্ত নিস্পত্তি না আসা পর্যন্ত নিজ নিজ অবস্থানে থাকার সিদ্ধান্ত হয়। এই সকল শালিশী বৈঠকের মীমাংসার উপক্ষো করে বেপরোয়া ভাবে তারা এ ঘটনা ঘটায়।

ঘটনার বিষয়ে প্রতিপক্ষ মেসবাউল, রবিউল ও ফারুক জানায়, জমিটি তাদের পৈত্রিক। এই জমিটি নিয়ে শরিকদের সাথে দীর্ঘদিন মামলার পর তারা রায় পেয়েছে এবং কোর্ট তাদের দখল দিয়ে গেছে।

এলাকার ইউপি সদস্য নাজমুল হোসেন বাবু জানায়, গাছগুলি কেটে তারা বড় অন্যায় করেছে। জমি বিরোধের বিষয়টি তাদের আগে জানানো হয়নি। পুলিশ এ বিষয়ে ১৬ জানুয়ারী শনিবার থানায় উভয় পক্ষকে মিমাংশার জন্য ডেকেছে বলে তারা জানায়।

ও সাংবাদিক আল জাবির সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ দের কাছে একথা জানান।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ