নুরুল আলম টেকনাফ প্রতিনিধি: তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে আটক হয়েছে একজন। জানা যায়, আটককৃত ব্যক্তির আব্দুল জাব্বার (৩৫) ,পিতা জহির আহমেদ, শিলখালী ৩নং ওয়ার্ড এর বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাহাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শামলাপুর বাজার চৌরাস্তার মোড়ে নুর আলম কোম্পানির ফলের দোকানের সামনে বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই জামাল মীর তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী আব্দুল জব্বারকে আটক করে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায় আব্দুল জব্বার দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছিল । ৩০ শে ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০ মিনিট এর সময় খুচরা ইয়াবা ব্যবসায়ী আব্দুল জব্বার গোপনে ইয়াবা বিক্রি করার সময় পুলিশ তাকে হাতে নাতে আটক করে।বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ বলেন””ইয়াবাসহ সকল ধরনের মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে । তিনি আরও বলেন” আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। বলে জানা যায়
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।