জুয়েল শেখ জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব শত বর্ষ উপলক্ষে পাঁচবিবি আটাপুর ইউনিয়নের কলন্দরপুর ১২ জন ভূমিহীন পরিবারের মাঝে ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ ও ২য় পর্যায় প্রকল্পের কাজের উদ্বোধন আজ রবিবার বিকেলে আটাপুর ইউনিয়নের কলন্দরপুর গ্রামে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজের অনুষ্ঠানে। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ বরমান হোসেন, সহকারী কমিশনার ভূমি এম এম আশিক রেজা, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরে-ই-শেফা, উপজেলা প্রকল্প প্রকৌশলী রায়হানুল কবীর, আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফীন চৌধুরী আবু। প্রত্যেকটি পরিবারের ঘর নির্মাণে জন্য বরাদ্দ ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা ও সাংবাদিক উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শামীম আহমেদ সেখানে উপস্থিত ছিলেন।
জয়পুরহাটের পাঁচবিবি মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীন পরিবারের ঘর নির্মাণ উদ্বোধন
ক্রাইম নিউজ ঢাকা
December, 27, 2020, 4:42 pm
অন্যান্য, কৃষি, জয়পুরহাট, বিভাগীয় খবর, সারাদেশ |
127 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।