মোঃমাজহারুল ইসলাম মলিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মমতাজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ২২শে ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামীলীগ চালিতাবুনিয়া ইউনিয়ন শাখার আয়োজনে ২ হাজার অসহায় গরীব দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় চালিতাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মোঃ মাহাবুব হাওলাদারের সভাপতিত্বে ও চালিতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমন মহিব, বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ এর সভানেত্রী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুজ্জামান মামুন খান, চালিতাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুর, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃশিবলী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃউজ্জল ও মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহাগ রহমান সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে এমপির শীতবস্ত্র বিতরণ
ক্রাইম নিউজ ঢাকা
December, 22, 2020, 11:59 am
অন্যান্য, পটুয়াখালী, বিভাগীয় খবর, সারাদেশ |
83 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।