আশিক মাহমুদঃ তুরাগ জুড়ে দিন দিন বাড়ছে মাদক ব্যবসায়ীর সংখ্যা। গত ৩১ মার্চ শুক্রবার রাত পৌনে ১২ টার সময় গ্রেফতার হন এক দশক ধরে মাদক কারবারির সাথে জড়িত কদম আলী(৩৪)। এর আগেও একই থানায় চারটি মামলা রয়েছে কদমের নামে।
বাংলাদেশের মাদক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে দেশে ৬৮ লাখ মানুষ মাকদাসক্ত। এদের মধ্যে ৮৪ ভাগ পুরুষ ,১৬ ভাগ নারী । যার মধ্যে ৯০% শিশু-কিশোর ও তরুন-তরুনী হিসেবে পরিচিত । নতুন প্রজন্ম বা তরুনেরা কত পির্যয়ের মুখোমুখি তার নির্মম চিত্র ঐশী । যার হাতে নিজ পিতা-মাতা খুন হয় ।
দেশজুড়ে এখন প্রায় সাড়ে তিন লাখ মানুষ নানাভাবে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত । নানা সময় বিভিন্ন অভিযানে আটক হলেও কারাগার থেকে ফিরে আবারও জড়িয়ে পড়ছেন মাদক ব্যবসায়। তেমনি একজন মাদক কারবারি কদম আলী(৩৪)। গত প্রায় একদশক ধরে মাদক কারবারি করছেন কদম। নানা সময় নানা অভিযানে আটক হলেও বেরিয়ে এসে আবারও জড়িয়ে পড়ছেন মাদক কারবারিতে। গত ২০১৫ সাল থেকে চারটি মাদক মামলায় আটক হয়েছেন কদম। মামলাগুলোর তারিখ যথাক্রমে ৯ জুন ২০১৫, ১১ ফেব্রুয়ারী ২০১৮, ৫ নভেম্বর ২০২১ ও ২১ নভেম্বর ২০২২। সেই সাথে যুক্ত হলো গত রাতে দায়ের করা মামলা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারির মাদক বিক্রির খবর জানতে পেরে ঘটনাস্থলে(মধ্য রাজাবাড়ি মিম এন্টারপ্রাইজ এর পাশে) গিয়ে হাতেনাতে ৫০ পিস ইয়াবাসহ শেরপুরের ঝিনাইগাতি থানার সন্ধাকুড়া গ্রামের আব্দুল করিমের পুত্র কদম আলীকে আটক করে।
এবিষয়ে এস আই আরাফাত জানান, দীর্ঘদিন ধরে তুরাগ জুড়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাদক দ্রব্য বিক্রি করে আসছেন কদম। তার(আটককৃত আসামী) নামে আগেও চারটি মামলা রয়েছে। আজ সর্বশেষ ৫০ পিস ইয়াবাসহ আটক করি কদম আলীকে। এবিষয়ে মামলা রুজু করা হয়েছে যার নম্বর ১/১১৩।