ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীতে ২০০ লিটার ( ৩৩০ বোতল) মদসহ এক জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১১ ঘটিকার দিকে শহরের প্রাণকেন্দ্র বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. রেজাউল করিম (৪১), পৌর শহরের জামতলী পিয়ারাখালী এলাকার মৃত কালু শেখের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র্যাবের অধিনায়ক পিপিএম মো. মারুফ হোসেন সিরাজগঞ্জ এর নির্দেশনায় এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১ ঘটিকার সময় ঈশ্বরদী শহরের প্রাণ কেন্দ্র বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৩৩০ বোতল মদ (২০০ লিটার) সহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের থেকে এসময় মদসহ ০১টি ব্যাটারী চালিত রিক্সা, ০১টি মোবাইল ফোন, ০১টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য দেশীয় তৈরী মদ বিক্রয় করে আসছিল বলে স্বীকারোক্তি প্রদান করেছেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।