ফাহিম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স মাঠে ২৬/০৬/২২ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় মাস্টার প্যারেড নেন পুলিশ সুপার জনাব এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার)। এসময় তিনি জেলার অফিসার্স ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মাস্টার প্যারেডের পর তিনি পুলিশ লাইন্স’র বিভিন্ন ব্যারাক পরিদর্শন করেন।
এছাড়া একই দিন সকাল ১১:০০ টায় তিনি পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন। উক্ত কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাফফর হোসেন নির্বাচিত হন।
অপর দিকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে শিবগঞ্জ থানার এসআই(নিঃ) সাইফুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে শিবগঞ্জ থানার এএসআই(নিঃ) আলমগীর হোসেনের হাতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার এএইচএম আব্দুর রাকিব।
সবশেষে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপারের সভাপতিত্বে মে/২২ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়।