,


শিরোনাম:
«» ঢাকা ১৮ আসনে দয়াল কুমার বড়ুয়ার ঈদ উপহার বিতরণ। «» আব্দুল্লাহপুরে ময়মনসিংহের অবৈধ বাস কাউন্টারে যাত্রী হয়রানি ও মারধর অভিযোগ উঠেছে। «» জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা প্রেস ক্লাব। «» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর

দখিনের দুয়ার উম্মোচনে ফরিদগঞ্জে আনন্দ র‍্যালী

কামরুজ্জমান,ফরিদগঞ্জ (চাঁদপুর) আমার টাকায় আমার সেতু, উদ্বোধন হলো গর্বের পদ্মা সেতু, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, জাতির শ্রেষ্ঠ আবিস্কার শেখ হাসিনা সরকার এমন বিভিন্ন স্লোগানকে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে বড় পর্দায় সেতু উদ্বোধন ও জননেত্রীর ভাষন শুনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাবের সভাপতিসহ সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এটি বাংলাদেশ সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার একটি যুগান্তকারী উপহার বাংলাদেশের জনগনের জন্য। আজ থেকে বাংলাদেশের দখিনের দুয়ার খুলে দেয়া হলো।

পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শনিবার(২৫ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমূখর পরিবেশে র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে থানা চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাহফুজুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি লোকমান তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার। এসময় যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ