মোঃ ফাহিম ফরহাদঃ শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র-ককটেলসহ ১৩ মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ সিপিসি-১ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।গ্রেফতারকৃত আসামী হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরমপুর হঠাৎপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রাব্বানী(৪০) ১৭জুন শুক্রবার গভীর রাতে শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামে অভিযান চালিয়ে আাসামি রাব্বানীকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় এ তথ্য, র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মর্দানা গ্রামের এরফানের পরিত্যাক্ত টিনসেট বাড়ীর সামনে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে, একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় আসামী ও আসামীর কাছ থেকে ৩টি ওয়ান শুটার গান, ২টি দেশীয় তৈরি অস্ত্র (হাসুয়া) ও ১টি ককটেলসহ ১৩ মামলার ওই আসামী রাব্বানীকে র্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রকৃয়াধীন বলে র্যাব নিশ্চিত করেন গণমাধ্যমকর্মীদের।