মোঃ ফাহিম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্স সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক।
কনফারেন্স আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান সরকার, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন, মো. হুমায়ন কবীর, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাগণ
এছাড়াও র্যাব, বিজিবি, ডিএনসি, থানা ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক বলেন, ন্যায়বিচার নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠাসহ জনগণের দ্রুত বিচার প্রাপ্তির সুযোগ নিশ্চিত করতে বিচারকরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। আইনের শাসন প্রতিষ্ঠায় আদর্শ জেলা হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে দেশবাসীর সামনে উপস্থাপনে ব্রতী হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সমন জারি ও ক্রোকি পরোয়ানা তামিল, পুলিশ কর্তৃক মামলার সাক্ষী উপস্থিত করাসহ বিচার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।