,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

উত্তরায় মা দিবস উপলক্ষে ৩০জন রত্নগর্ভা ‘মা’কে সম্মাননা

মাহমুদুল হাসান আশিক,উত্তরা:

উত্তরা পাবলিক লাইব্রেরীর আয়োজনে “বেঁচে থাকুক প্রত্যেক মা সকল সন্তানের অন্তরে” শীর্ষক আলোচনা সভা ও ৩০ জন রত্নগর্ভা মাকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

গত ৮ মে ২০২২ রোববার উত্তরা কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উত্তরা পাবলিক লাইব্রেরি পক্ষ থেকে আগত অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানটির সূচনা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনায়নের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  জনপ্রিয় কথা সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। তিনি তার আলোচনায় একটি দেশ ও জাতি গঠনে মায়ের অবদান অনস্বীকার্য বলে সকল মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানান। তিনি তার বক্তব্যে জাতীয় সংগীতের একটি চরণ উল্লেখ করেন, ” মা তোর বদন খানি মলিন হলে, আমি নয়ন জলে ভাসি …”। এই চরণটি উল্লেখ করে তিনি মা বলতে তিনটি মাকে বুঝাতে চেয়েছেন। তিনি বলেন, “প্রথম মা হলো আমাদের গর্ভধারিনী মা। দ্বিতীয় মা হলেন আমাদের ভাষা,  আর তৃতীয় মা হলেন আমাদের জন্মভূমি বাংলাদেশ। আমরা প্রত্যেকেই আমাদের এই মায়েদের হৃদয় থেকে ভালোবেসে আমাদের মায়েদের রক্ষা করব সকল বিপদ-আপদ থেকে।”

অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি। তিনি বাংলাদেশের স্বাধীনতায় আমাদের মায়েদের অবদান ও তার রাজনৈতিক জীবনে মায়ের ভূমিকা উল্লেখ করে সকল মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শেরীফা কাদের এমপি। তিনি বাঙালী মায়েদের সেরা মা হিসেবে আখ্যায়িত করেন। এছাড়াও শেরিফা কাদের অশ্রুসিক্ত নয়নে না ফেরার দেশে যাওয়া সকল মায়ের আত্মার মাগফিরাত কামনা করেন। এমনকি আমাদের মাঝে বেচে থাকা মায়েদের সুস্থতা কামনা করেন।

অলোচনা সভা শেষে ৩০ জন রত্নগর্ভা মাকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।অনুষ্ঠানে অন্যান্য বক্তারা মায়ের প্রতি ভালোবাসা শুধুমাত্র  মা দিবসকে ঘিরেই নয়, আমৃত্যু মায়ের প্রতি ভালোবাসা থাকবে সেই আশাবাদ ব্যাক্ত করেছেন। পবিত্র কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বক্তারা মায়ের প্রতি ভালোবাসা ও মায়ের সম্মানের উচ্চতা বুঝিয়েছেন। অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী দীলারা জামান ‘এদেশ, এমাটিই আমার মা’ আখ্যাটি মনে করিয়ে দেন।

বিশেষ অতিথির বক্তব্যে উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম আল্লাহ তায়ালার সৃষ্ট শব্দ ভান্ডারের সবচেয়ে মধুর শব্দ ‘মা’ বলে দাবি করেন। এমনকি তিনি তার বক্তব্যের শেষে মায়েদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে স্যালুট  জানান।

দৈনিক উত্তরা নিউজের সম্পাদক ও উত্তরা পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ তারেকউজ্জামান খান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা জজ রোকেয়া বেগম, উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এম এ ওয়াহেদ প্রমুখ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ