লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা দত্তপাড়ার কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে দেশীয় তৈরী একটি বন্দুক ও বিদেশী শটগান উদ্ধার করে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের সোনা গাজী হাজ্বী বাড়ীতে। এসময় পুলিশের উপস্থিতির টের পেয়ে সন্ত্রাসী আক্তার হোসেন (২৫) ও তার সহযোগী রনি পালিয়ে যায়।
দত্তপাড়া পুলিশ কেন্দ্র তদন্ত (ইনচার্জ) মোঃ আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সন্ত্রাসীদের ধরতে কাশিপুর গ্রামে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতির টের পেয়ে সন্ত্রাসী আক্তার হোসেন ও রনি পালিয়ে যায়। আসামী রনির ঘরে তল্লাশী করে একটি বন্দুক ও একটি শটগান উদ্ধার করে। তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র মামলার প্রস্ততি চলছে।