,


শিরোনাম:
«» ঢাকা ১৮ আসনে দয়াল কুমার বড়ুয়ার ঈদ উপহার বিতরণ। «» আব্দুল্লাহপুরে ময়মনসিংহের অবৈধ বাস কাউন্টারে যাত্রী হয়রানি ও মারধর অভিযোগ উঠেছে। «» জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা প্রেস ক্লাব। «» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর

ময়মনসিংহে জেলা পুলিশের উদ্যোগে করোনা সংক্রমণরোধে মাস্ক বিতরণ।

গোলাম কিবরিয়া পলাশঃ করোনা সংক্রমণরোধ ও সচেতনতা বৃদ্ধি করতে ময়মনসিংহ জেলা পুলিশের নগরবাসির মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। জানা গেছে, আজ ১৮ জানুযারী ২০২২ তারিখ মঙ্গলবার সকালে নগরীর পাটগুদান ব্রীজ মোড়ে এ সব মাস্ক বিতরণ করা হয়। অতিরক্তি পুলিশ সুপার (প্রশাসন) কৃষিবিদ ফজলে রাব্বি মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় ফজলে রাব্বি বলেন, করোনা ভয়বাহতা ক্রমেই বাড়ছে। নিজে, পরিবার এবং দেশকে ভয়াবহ করোনার কবল রা করতে মাস্ক পরিধান করার বিকল্প নেই। তিনি আরো বলেন, মাস্ক পড়ার পাশাপাশি নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

উক্ত মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার), ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান,কোতোয়ালী থানার তদন্ত ইন্সপেক্টর ফারুক হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে জেলা পুলিশ বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক, পথচারী, শিশু- বয়স্কসহ সাধারণ মানুষের মাঝে এক হাজার মাস্ক বিতরণ করা হয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ