গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম (সেবা)’র দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম, অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশে অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে জেলা ডিবি পুলিশ।
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা গোয়ান্দা শাখা (ডিবি পুলিশ)’র অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জানা গেছে, ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৭ জানুয়ারী ২০২২ খ্রিঃ তারিখ ১২.১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন মঠবাড়ী এলাকা হইতে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সেকান্দর আলী (৩৪), পিতা-মোঃ ওয়াজ উদ্দিন, মাতা-মোছাঃ ফিরোজা খাতুন, সাং-রঘুনাথপুর পূর্ব পাড়া, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে।
৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।