কামরুজ্জামান, ফরিদগঞ্জ (চাঁদপুর):জীবনের ঝুঁকি নিয়ে গরু চোর চক্রকে ধরিয়ে দিয়ছেন গাড়ী চালক আব্দুল মান্নান। চোর চক্রের পিকআপের চাপায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চোরচক্রের গরু বোঝাই পিকআপ চাঁদপুর-ল²ীপুর আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ধানুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩৩ কেভি লাইনের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে খুঁটি ভেঙ্গে ফরিদগঞ্জ এবং হাইমচর উপজেলার বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো দিন।
মঙ্গলবার গভীর রাতে চাঁদপুর সদর উপজেলার আলিমপাড়ার ওলী আহমদের ছেলে ইকবাল(৩০), হাজীগঞ্জ উপজেলার ইসমাইল(২৮), ফরিদগঞ্জ উপজেলার সুমনসহ রাসেল, কালু, শুভ সহ সঙঘকদ্ধ চোরচক্র ৫টি গরু চুরি করে পিকআপে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। গরু নিয়ে পালিয়ে যাবার সময় কালু সৈয়ালের পরিবারের লোকজন টের পেলে ডাক চিৎকার শুরু করেন। যাত্রী নামিয়ে গভীর রাতে বাড়ি ফেরার সময় কার চালক আব্দুল মান্নান তাদের চিৎকার শুনে এবং পিকআপ দেখতে পেয়ে তাৎক্ষণিক কার নিয়ে গরু বোঝাই পিকআপটিকে ধাওয়া করেন। এক পর্যায়ে ব্রিজে উঠার আগে সুযোগ বুঝে দক্ষিণ ধানুয়ার চাঁন বাড়িয়া এলাকায় পৌঁছলে পিকআপটির সামনে কার থামিয়ে ব্যারিকেট দেন আব্দুল মান্নান। এ সময় পিকআপটি কারটিকে সজোরে ধাক্কা মারে রাস্তা থেকে সরানোর জন্য। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ৩৩ কেভি লাইনের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে সমগ্র উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চালক আব্দুল মান্নানের সহযোগিতায় ঘটনাস্থলে ইকবাল এবং ইসমাইল নামে দুই চোরকে আটক করে স্থানীয় জনগণ। এ সময় চোরচক্রের অপর সদস্যরা পালিয়ে যায়। আহত আব্দুল মান্নান গুরুতর আহত অবস্থায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদগঞ্জ প্রেসক্লাব চালক আব্দুর মান্নানকে সাহসিকতার জন্য সম্বোর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে
ক্যাপশন: বাম থেকে আহত আব্দুল মান্নান, দুমড়ে মুচড়ে যাওয়া কার এবং চুরির কাজে ব্যবহৃত পিকআপ।