লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে আলোচিত যুবদল নেতা আনোয়ার হোসেন হত্যাকে হত্যার দন্ডপ্রাপ্ত আসামীদের পক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান ও আ,লীগ নেতারা
শনিবার সকালে দত্তপাড়া বাজারে এ-ই মানববন্ধন করেন।
ফলে মামলার রায় ভিন্ন খাতে প্রভাহিত করার লক্ষ্যে এই মানবন্ধন করা হয়েছে বলে নিহতের পরিবারের দাবি।
এ-র আগে সোমবার (৩ জানুয়ারি) দত্তপাড়ায় আলোচিত যুবদল নেতা আনোয়ার হোসেন হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। এছাড়া ঐ-ই মামলায় ১১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আজিজ মেম্বার ও তার ছেলে সবুজ, বিল্লাল হোসেন বিপ্লব, ইব্রাহিম, মানিক, ইসমাইল হোসেন এবং আবুল কাশেম মেম্বার। এ সময় দণ্ডপ্রাপ্ত ইসমাইল ও আবুল কাশেম মেম্বার উপস্থিত ছিলেন। বাকী আসামিরা পলাতক রয়েছেন।