ফরিদগঞ্জ প্রতিনিধিঃ বুধবার (৫ জানুয়ারী) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রাপ্ত ভোটের ফলাফল অনুসারে আওয়ামীলীগ মনোনীত ৩জন প্রার্থী , আওয়ামীলীগ বিদ্রোহী ৩জন এবং স্বতন্ত্র ৭জন প্রার্থী জয়লাভ করেছে। নির্বাচনে বিজয়ীরা হলেন, বালিথুবা পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন স্বপন(প্রাপ্ত ভোট ৮১১৮, প্রতীক -আনারস) ,নিকটতম প বাহাউদ্দিন (প্রাপ্ত ভোট ৩৫৬৯, প্রতীক -নৌকা) বালিথুবা পুর্ব ইউনিয়নের আওয়ামীলীগ বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান হারুনুর রশীদ(প্রাপ্ত ভোট -৪৯৫০, প্রতীক -আনারস), নিকটতম ইব্রাহিম (প্রাপ্ত ভোট ৩১১৭, প্রতীক -মোটর সাইকেল), সুবিদপুর পুর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বেলায়েত হোসেন(প্রাপ্ত ভোট ৩৪০০, প্রতীক -চশমা), নিকটতম জাকির হোসেন (প্রাপ্ত ভোট ৩৩৩৫, প্রতীক -আনারস) সুবিদপুর পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মহসীন হোসেন (প্রাপ্ত ভোট ৪৯৭২, প্রতীক -আনারস), নিকটতম জসিম উদ্দিন (প্রাপ্ত ভোট ৩৫২৯, প্রতীক -চশমা) ,গুপ্টি পুর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান পাটওয়ারী (প্রাপ্ত ভোট ৩৫২৫, প্রতীক -চশমা), নিকটতম মোস্তাফিজুর রহমান (প্রাপ্ত ভোট ৩১৫৭, প্রতীক -ঘোড়া), গুপ্টি পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী বুলবুল আহমেদ (প্রাপ্ত ভোট ৩২৭৫, প্রতীক -আনারস),নিকটতম আব্বাস (প্রাপ্ত ভোট ৩১৯০, প্রতীক -মোটর সাইকেল), পাইকপাড়া উত্তর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু তাহের পাটওয়ারী(প্রাপ্ত ভোট ৩৯৪৯, প্রতীক -মোটর সাইকেল), নিকটতম সাইফুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৬১১, প্রতীক -আনারস) , গোবিন্দপুর উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী শাহআলম শেখ (প্রাপ্ত ভোট ৪৩৭৯, প্রতীক -চশমা), নিকটতম সোহেল চৌধুরী (প্রাপ্ত ভোট ৩১৩৮, প্রতীক -নৌকা) , গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়া (প্রাপ্ত ভোট ৩১৩৬, প্রতীক -নৌকা), নিকটতম হুমায়ুন কবির (প্রাপ্ত ভোট ৪৬৯৪, প্রতীক -চশমা), চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মাহমুদুল হাসান মিরাজ(প্রাপ্ত ভোট ৫৪৮৪, প্রতীক -নৌকা), নিকটতম (প্রাপ্ত ভোট ৪৭০৪, প্রতীক -আনারস), চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান (প্রাপ্ত ভোট ৫০৬০, প্রতীক -আনারস) ,নিকটতম মিজানুর রহমান (প্রাপ্ত ভোট ২৩৯৩, প্রতীক -মোটর সাইকেল) , রূপসা উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী কাউছারুল আলম কামরুল (প্রাপ্ত ভোট ৪০৪১, প্রতীক -মোটর সাইকেল), নিকটতম ওমর ফারুক(প্রাপ্ত ভোট ৩৭৪২ , প্রতীক -নৌকা) এবং রূপসা দক্ষিণে আওয়ামীলীগ প্রার্থী মো: শরীফ হোসেন (প্রাপ্ত ভোট ২৭৫১, প্রতীক -নৌকা) , নিটকতম আ: কাদের (প্রাপ্ত ভোট ১৪১০, প্রতীক -আনারস) ।
ফরিদগঞ্জে ইউপি নির্বাচনে আওয়ামীলীগ ৩ বিদ্রোহী ৪ ও স্বতন্ত্র ৬ বিজয়ী
ক্রাইম নিউজ ঢাকা
January, 6, 2022, 7:20 am
অন্যান্য, আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, চাঁদপুর, জাতীয়, তথ্য প্রযুক্তি, ধর্ম ও জীবন, বিনোদন, বিভাগীয় খবর, মতামত, রাজনীতি, সারাদেশ |
437 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।