,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

উত্তরা নিউজ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আশিক মাহমুদ,উত্তরাঃ রাজধানী উত্তরা হতে প্রকাশিত দৈনিক উত্তরা নিউজ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয় পহেলা জানুয়ারি ২০২২ ইং রোজ শনিবার। পত্রিকাটি ২০২০ এর জানুয়ারি থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।একই সাথে উত্তরা পাবলিক লাইব্রেরির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়ে বরণ করে নেওয়া হয়। পবিত্র কোরঅান কারিম হতে তেলওয়াতের মধ্য দিয়েই অনুষ্ঠানের সূচনা হয়।অতঃপর আমন্ত্রিত শতাধিক কবির কবিতা আবৃতি করার মধ্য দিয়েই চলতে থাকে এই উদযাপন। উদযাপনে আগত উত্তরা নিউজ ও উত্তরা পাবলিক লাইব্রেরির সদস্যরা অনুষ্ঠানটি উদযাপন করেন অত্যান্ত আনন্দের সাথে।

অনষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামিক ইন্সটিটিউট অফ থট এর নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুল আজিজ। তিনি তার বক্তব্যে উত্তরা নিউজ ও উত্তরা পাবলিক লাইব্রেরির শুনামের সহিত এগিয়ে চলার কথা বলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসর প্রাপ্ত অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম।তিনি তার বক্তব্য দেওয়ার সময় বলেন, “উত্তরা নিউজের যেই শুনাম দেখছি, যেভাবে উত্তরা নিউজ ন্যায় অন্যায় তুলে ধরছে আমি এই শুনাম অনন্তকালের জন্য হোক সেই দোয়া করি”।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ছিলেন মামস এম এ অাউয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আউয়াল এবং অধ্যক্ষ আব্দুস সামাদ, ড.আব্দুর রাজ্জাক খাঁন প্রমুখ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ