স্টাফ রিপোর্টারঃ ঢাকা, বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১: আজ ২৯ ডিসেম্বর। বাংলাদেশের মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২৬তম প্রয়াণদিবস। তাঁর প্রয়ান দিবসে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জানাই।
তিনি ১৯৯৫ সালের এই দিনে আকস্মিক ফেরি দুর্ঘটনায় প্রাণ হারান। সেদিনের সেই দুর্ঘটনার সংবাদটির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কিন্তু কঠিন বাস্তবতাকে মেনে নিতে হয়েছে। দেখতে দেখতে ছাব্বিশটি বছর পেরিয়ে গেল, মোনাজাত ভাই আমাদের মাঝে নেই। তবে বাস্তবে না থাকলেও তিনি আছেন আমাদের হৃদয়ে, আমাদের চিন্তা-চেতনা-কাজে তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে।
প্রয়াণদিবসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মফস্বল সাংবাদিকতার দিকপাল, সাংবাদিকতার পথিকৃত প্রিয় মোনাজাত ভাইকে। যাকে স্মরণ করছে বাংলার সাংবাদবকরা। আপনি বেঁচে থাকুন, হাজারো বছর।
চিরনিদ্রায় আপনি ভালো থাকুন। সাংবাদিকতায় প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণা হয়ে আমাদের মাঝে বেঁচে থাকুন।