লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা শাকচর ইউনিয়নে পরাজিত মেম্বার প্রার্থী আব্বাছ হোসেন ও তার সমর্থকদের হামলায় পুলিশ-আনসারসহ ১০ জন আহত হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের শাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। ফলাফল ঘোষণার পর ব্যালট বাক্স নিয়ে ফেরার পথে এ হামলা করা হয়।
আহতরা হলেন দায়িত্বপ্রাপ্ত পুলিশের এএসআই মো. হামিম, সদস্য মাহবুবুর রহমান, শামছুল ইসলাম, আনসার সদস্য শাহিনুর বেগম, আলেয়া বেগম, পিয়ারা বেগম ও রুমা আক্তারসহ ১০ জন। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। আহতরা জানিয়েছে, আব্বাছ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করে। ভোটে তিনি হেরে যান। ফলাফল শেষে ব্যালটবাক্সসহ সরঞ্জামাদি নিয়ে ফেরার পথে আব্বাছের সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে তাদের ছোঁড়া ইটপাটকেলে পুলিশ ও আনসার সদস্যদের শরীরের বিভিন্ন অংশে জখম হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, অন্ধকারে কে বা কারা অতর্কিত ইটপাটকেল ছুঁড়েছে। ঘটনাটি তদন্ত চলছে।