ঈশ্বরদী পাবনা প্রতিনিধিঃ ঈশ্বরদী উপজেলায় নাইমুল ইসলাম হৃদয় (২২) নামের ব্যবসায়ী ও শিক্ষার্থী হত্যার আটককৃত আসামিকে ফাঁসির দাবিতে মানববন্ধন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।
বুধবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার থেকে সাড়ে চারটা পর্যন্ত পাখি ইউনিয়নের কুষ্টিয়া-পাবনা মহাসড়কের রুপপুর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ কয়েক শতাধিক গ্রামবাসী এলাকার নারী পুরুষ শিক্ষার্থীরা প্রায় আধাঘণ্টা অবরোধ করে রেখেছিল বিক্ষোভকারীরা।
সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক কের উপজেলা দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া একটি বাড়ির মেঝেতে ট্রাভেল ব্যাগের ভেতর ১০ টুকরো লাশ উদ্ধার করা হয়।
হৃদয় ঈশ্বরদী উপজেলার ইউনিয়নের চর রুপপুর গ্রামের মজনু মোল্লার ছেলে। হৃদয় পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার ১ম বর্ষের শিক্ষার্থী ছিল
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা আদালতের মাধ্যমে জবানবন্দি রেকর্ড করার পর ওই আসামিকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, যুগ্ন সম্পাদক রেজাউল করিম রাজা, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, পাকশী রেলওয়ে শ্রমিক লীগ সভাপতি ইকবাল হায়দার, পাকশী ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান শিমুল রুপপুর মোড় দোকান মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম শাহীন, রুপপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাসুদ রানা স্থানীয় এলাকাবাসী রফিকুল ইসলাম সুলতান, আমিনুর রশিদ পলাশ, মজিবুর রহমান সোহাগ, নিহত হৃদয়ের মা রুবিনা বেগম প্রমুখ।