ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) মহোদয়ের নির্দেশনায় ঈশ্বরদী পুলিশ ফাড়ী ও ঈশ্বরদী থানা পুলিশ কর্তৃক গত ইং ১৪/১১/২১ তারিখ সময় ১১.৪৫ ঘটিকায় শেরশাহ রোড হইতে জৈনক মোঃ নাসির মাওলা(২৮), পিতা- মোঃ আঃ ছাত্তার, সাং- পূর্বটেংরী শেরশাহ রোড, থানা- ঈশ্বরদী,জেলা-পাবনা এর একটি মোটর সাইকেল Honda Levo 110 CC চুরি হইলে সিসি ফুটেজের মাধ্যমে আসামী সনাক্ত করিয়া আসামী ১। মোঃ আঃ কুদ্দুস (৩০), পিতা- মোঃ লিয়াকত আলী, সাং- থানা পাড়া, থানা ও জেলা- কুষ্টিয়া ২। মোঃ রাজন আলী (৩২), পিতা- আসকান আলী, সাং- দাশুরিয়া, ৩। মোঃ মনিরুল ইসলাম ভোলন (৩০), পিতা- আঃ মান্নান খা, সাং- শেখ পাড়া, উভয় থানা- ঈশ্বরদী, জেলা- পাবনাদের গ্রেফতার করা হয় এবং চোরাই যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। আসামীগন ঘটনার সত্যতা স্বীকার করে। এই সংক্রান্তে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা রুজু হইয়াছে যাহার মামলা নং- ৩৭, তাং- ৩০/১১/২১ ইং ধারা- ৩৭৯ পেনাল কোড।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।