ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীর উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের নির্বাচন পরবর্তী সহিংসতায় দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৬জন আহত হয়েছে। মঙ্গলবার ৩০ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে ইউনিয়নের চর কুড়ুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষীকুণ্ডা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পরাজিত মেম্বারপ্রাথী রিকাত শেখ ও বিজয়ী মেম্বার প্রার্থী আসাদুল প্রামানিকের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মেম্বার প্রার্থী হলেও এই দুইজন মূলত নৌকা ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সমর্থক ছিলেন।
স্থানীয়রা আরো জানান, নির্বাচনের কয়েক দিন আগে থেকেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। তারই জেরে সোমবার ও মঙ্গলবার সারাদিন দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হলে মঙ্গলবার রাতে তার সংঘর্ষে রূপ নেই।
এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েক জন গুলিবিদ্ধসহ ছুরিকাঘাতে আহত হয়েছে। তবে কয় জন আহত হয়েছে ও তাদের পরিচয় এখনও নিশ্চিত করে জানা যায়নি। সংবাদ লেখা পর্যন্ত কেউ মারা যায়নি তবে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।
সংঘর্ষের খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে অবস্থান করেন। ঘটনায় পুরো লক্ষীকুন্ডা সহ এর আশেপাশে এলাকাগুলোতে থম থমে অবস্থা বিরাজ করছে