নুরুল আলম টেকনাফঃ কক্সবাজর টেকনাফে চাকমারকুল ২১ নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা বেপরোয়া অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী কে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬এপিবিএনগ্রেফতার কৃত আসামী মৃত্যু মোহাম্মদ ইউছুুপের ছেলে একরাম হাসান প্রকাশ মাস্টার একরাম ।বুধবার ভোররাত ৪টার দিকে ২১নং ক্যাম্প চাকমারকুল থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের অফিসার দল ক্যাম্পে। বি- বকের সাব বক- বি/৭ এর
কাশেমের ৪০১নং ঘর ও রশিদের ৪২১নং ঘরের সামনে ৮/১০ জন অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮/১০ জন দুস্কৃতিকারী দৌড়ে পালাতে থাকে। তখন এপিবিএন সদস্যরা রোহিঙ্গা সন্ত্রাসী একরাম
হাসানকে একটি দেশীয় অবৈধ তৈরী এলজিসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয় । এঅপরাধী টেকনাফ অনুপ্রবেশ কারী রোহিঙ্গা ক্যাম্প-২১ (চাকমারকুল) ঘর নং-২৪৭, বক-এ/২ (পুরাতন-জি/২) এর মৃত্যু মোহাম্মদ ইউসুফের ছেলে বলে জানা যায়।
১৬এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গা আসামীকে আলামতসহ টেকনাফ মডেল থানায়
হস্তান্তর করা হয়েছে।