,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

টেকনাফে শালবাগান বেপরোয়া রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত যুবক উদ্ধার,আসামিরা আটক

 নুরুল আলম, টেকনাফঃ দক্ষিণ কক্সবাজার টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে এক অপহৃত যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এই ঘটনায় অপহরণকারী চক্রের তিন জন সদস্যকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী ৩০ আগষ্ট (সোমবার) ভোররাত ২টারদিকে টেকনাফের ২৬ নং শালবাগান অনুপ্রবেশ কারী রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন সদস্যরা গোপনীয় সংবাদ ভিত্তিতে জানিয়ে পাহাড়ি ছড়ার পাশে অভিযান চালিয়ে স্বশস্ত্র দূবৃর্ত্তদের হাতে অপহরণের শিকার ব্যাক্তিকে উদ্ধার ও অপহরনকারিদের আটক করতে সক্ষম হয়েছে ও উদ্ধার হওয়া ভিকটিম হচ্ছে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই/৫ এর বাসিন্দা মিয়ানমার নাগরীক আবুল কালামের পুত্র নাজিম উদ্দিন (২০) এবং অপহরণকারী চক্রের সদস্যরা হচ্ছে ব্লক-এ/৪ এর বাসিন্দা মিয়ারমার নাগরীক মৃত্যু দুদু মিয়ার পুত্র আবুল কাশেম (৩২), ব্লক-ডি/২ এর ঐ বেপরোয়া রোহিঙ্গা বাসিন্দা ছিদ্দিকের পুত্র নুর কামাল (২৫) এবং ব্লক-ই/৮এর বাসিন্দা মৃত্যু দিল মোহাম্মদের পুত্র মোহাম্মদ কাউসার ওরফে হাফেজ ইউনুস (৩১)। ধৃতরা পূর্বেও ওই ক্যাম্প এবং অন্যান্য ক্যাম্পের অনেক অপহরণ ও ডাকাতির ইয়াবা ব্যবসায়ী সাথে জড়িত ছিল। এছাড়াও আটককৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পের মাদক ব্যবসাসহ ক্যাম্প এলাকার আইন শৃঙ্খলা পরিপন্থী অনেক অপকর্মের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে টেকনাফ ও উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, গত ২৯ আগষ্ট বিকাল সাড়ে ৩টারদিকে শালবাগান ক্যাম্পের ব্লক-ই/৪ হতে সন্ত্রাসী গ্রুপের ৮/৯জন সশস্ত্র সন্ত্রাসী উদ্ধারকৃত ভিকটিমকে অপহরন করে নিয়ে যায়। পরে ১৬এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ভিকটিম নাজিম উদ্দিনকে উদ্ধার করতে সক্ষম হয়। ১৬এপিবিএন অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক উক্ত সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, এই ব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ