,


শিরোনাম:
«» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাকশী রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের জিআইবিআর

সৌরভ কুমার,ঈশ্বরদীঃরবিবার সকালে বাংলাদেশ রেলওয়ের ইনস্পেক্টর জেনারেল(জিআইবিআর) অসীম কুমার তালুকদার পাকশী রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেছেন। পাকশী রেলওয়ে হাসপাতালে শুদ্ধাচার সিষ্টেম চালুর লক্ষ্যে তিনি পরিদর্শনে আসেন। পরিদর্শনে এসে তিনি হাসপাতালে মত বিনিময় সভায় অংশ নেন। মত বিনিময় সভায় পাকশী বিভাগীয় মেডিক্যাল অফিসার (ডিএমও) শাকিল আহমেদের সভাপতিত্বে জিআইবিআর অসীম কুমার তালুকদার,পশ্চিামাঞ্চল রেলওয়ের প্রধান মেডিক্যাল অফিসার(সিএমও) ডাঃ এসকে রায়,পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোঃ শাহিদুল ইসলাম,পাকশী বিভাগীয় প্রকৌশলী/২ আব্দুর রহিম,পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা(ডিইই) রিফাত শাকিল,নিরাপত্তা বাহিনী পাকশী বিভাগের কমান্ডেন্ট মোরশেদ আলম,সহকারী কমান্ডেন্ট আবুহেনা মোস্তফাসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শুদ্ধাচার সিষ্টেম নিয়ে আলোচনা শেষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের খোঁজ খবর নেন। এর আগে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোঃ শাহিদুল ইসলাম রেলওয়ের নিয়মিত রোগী ও করোনা রোগীদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত কথা বলেন। বাংলাদেশ রেলওয়ের ইনস্পেক্টর জেনারেল(জিআইবিআর) অসীম কুমার তালুকদার পাকশী রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ