অনলাইন ডেক্সঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি এম এস এফ এর সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে হুইপের হয়রানিমূলক মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতন ও হয়রানির ঘটনা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বেড়েই চলেছে। করোনা মহামারীর ভয়াল দুর্যোগে ও সাংবাদিকরা হয়রানি ও নির্যাতনের ধকল থেকে রেহাই পাচ্ছে না।
সরকারের নতুন নতুন আইন নির্দেশনার পাশাপাশি প্রজাতন্ত্রের একশ্রেণীর কর্মকর্তা কর্মচারীরাও ইদানিং সাংবাদিক নির্যাতনে অংশ নিচ্ছেন। এসবের কারণে সরকারের বহু ইতিবাচক পদক্ষেপও চাপা পড়ে বহিঃবির্শ্বে কেবলই নেতিবাচক খবরা খবর ছড়িয়ে পড়ে,ক্ষুন্ন হয় দেশের ভাবমূর্তি।
২৬ শে আগস্ট বুধবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বিএম এস এফ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংবাদ প্রকাশের ঘটনায় চট্টগ্রামের আদালতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন সহ ১১ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিএমএসএফ দেশব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে স্বাগতঃ বক্তব্য রাখেন বিএমএসএফ এর সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী সাংবাদিক নেতা like4like সোহেল সানি সংগঠনের যুগ্ম সম্পাদক আনিসুর ঢাকা জেলা উত্তর বি এম এস এফ এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন ঢাকা দক্ষিণের সভাপতি নাসির উদ্দীন পল্লব সিনিয়র সহ-সভাপতি সোহেলী পারভীন।