নুরুল আলম,টেকনাফঃকক্সবার টেকনাফ উপজেলা উপকূলিয় বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী। সুত্রে মত জানা যায় মঙ্গলবার (১৭ আগষ্ট) বাহারছড়া কচ্ছপিয়া করাচি পাড়া এলাকার মোজাহার মিয়ার ছেলে ছৈয়দ হোসাইন (৩৯) নিজ বউ মাঝে প্যাচিয়ে পেটে ৬ মাসের বাচ্চাসহ খুন করেছে। পরবর্তীতে স্থানীয়রা বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দিলে দায়িত্ব প্রাপ্ত পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদের নেতৃত্ব পুলিশের একটি দল নিয়ে ঘটনা স্থলে গিয়ে নিহত মরদেহ উদ্ধারের পর পাষণ্ড স্বামী ছৈয়দ হোসাইন কে আটক করতে সক্ষম হয়। নিহত স্ত্রীর পিতার বাড়ী টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি এলাকার বলে জানা যায়।
এই বিষয় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে জানতে চাইলে তিনি ক্রাইম নিউজ ঢাকা কে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার পর ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করা হয়েছে এবং ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে এবং এই অপরাধীর বিরুদ্ধে ৩০২/৩৪/ধরা ও ২খুনের মামলা এজাহার করার জন্য প্রক্রিয়া চলছে ও তার থেকে রহস্য জনক বাস্তবতার ঘটনা তদন্ত করা হবে এবং আসামী থেকে পরিপূর্ণ জবাববন্দী নেওয়ার পরে এজাহারে ও উল্লেখ করা হবে এবং সত্যতা প্রমাণিত করে অভিযোগ পত্র আদালতে হস্তান্তর করা হবে এবং তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন কারার জন্য প্রস্তুতি নেওয়া হবে।