নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে উখিয়া টেকনাফ অনুপ্রবেশ কারী রোহিঙ্গা কক্সবাজারে পালিয়ে যাওয়ার সময় ৪১ রোহিঙ্গাবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ২৭ জন রোহিঙ্গা জনগোষ্ঠী নিখোঁজ রয়েছেন। আর উদ্ধার করা হয়েছে ১৪ রোহিঙ্গা শিবির নাম ঠিকানা বলেন আজ ১৬আগস্ট এই বিষয় ক্রাইম নিউজ ঢাকাকে সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ)
শুক্রবার (১৩ আগস্ট) দিনগত রাতে চট্টগ্রামের মোহনায় প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। শনিবার ভোরের দিকে ১৪ জন রোহিঙ্গাকে পাশের মাছধরা ট্রলারের জেলেরা উদ্ধার করলেও ২৭ জন এখনো নিখোঁজ।
নোয়াখালী ভাসানচর ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে কান্ট্রিবোটে করে ৪১ রোহিঙ্গা পালিয়ে যান। চট্টগ্রামের সামুদ্রিক সীমানায় ট্রলারটি প্রবল স্রোতের মুখে উল্টে রোহিঙ্গা যাত্রীরা নিখোঁজ হন।
উদ্ধারের পর ১৪ রোহিঙ্গাকে ভাসানচরে পৌঁছে দেন জেলেরা। এদিকে নিখোঁজদের উদ্ধারে করার লক্ষের নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ও চালাচ্ছে।
ভাসানচর ক্যাম্প দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার সুজিত কুমার চন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে জেলেরা ১৪ রোহিঙ্গাকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাকিদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যদের অভিযান চলছে অহরহ জোয়ারে