নুরুল আলম,টেকনাফঃ টেকনাফ সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ১কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ১৫ আগষ্ট (রবিবার) ভোররাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির বিশেষ একটি টহল দল রিজভীখাল এলাকা দিয়ে মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে কৌশলী বিনিময়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৩ জন লোক কাঠের নৌকা নিয়ে মিয়ানমার থেকে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করতে দেখলে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে সামনে অগ্রসর হতে থাকে। তখন তারা নিরুপায় হয়ে বিজিবি বাহিনী কে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
বিজিবি জওয়ানেরা জীবন চলার পথে আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে ১জন গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে ভাটার টানে তলিয়ে যায় এবং অপর ২জন সাঁতার কেটে মিয়ানমার সীমান্তে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা গেল না বলে বিজিবি সুত্র জানায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকা তল্লাাশী চালিয়ে ৩ কোটি ৬০লাখ টাকার মূল্যের তিনগুণ ১লাখ ২০ হাজার ইয়াবা ও ১টি দেশীয় অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) প্রায় বলেন সরকারী দায়িত্ব পালনে বাঁধা প্রদান এবং অবৈধ মাদক পাচারের দায়ে অজ্ঞাত নামে মাদক কারবারী বিরুদ্ধে আসামী করে মামলা দায়ের করছে বলে তিনি নিশ্চিত করেন ও টেকনাফ সীমান্তে পয়েন্টে বিজিবি অভিযান অবহৃত থাকবে বলে জানিয়েছেন।