,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

দোয়ারাবাজারে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার আশংকা

সেলিম মাহবুব, ছাতকঃ ৫ দিনের টানা বর্ষণ ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা, কালিউরি, খাসিয়ামারা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, ধূমখালি ও ছাগলচোরাসহ বিভিন্ন হাওর, খাল-বিলে হু হু করে পানি বাড়ায় দোয়ারাবাজাারে তৃতীয় দফা বন্যার আশংকা করা হচ্ছে। বিভিন্ন সড়কে ভাঙন, ফাঁটল ও ব্রিজের অ্যাপ্রোচে মাটি না থাকায় নিমজ্জিত হওয়াতে উপজেলা সদরের সাথে বিভিন্ন ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বেহাল দাঁড়িয়েছে। রাস্তা, মাঠঘাট ও গোচারণ ভুমি নিমজ্জিত হলে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। সদ্য রোপন করা আমনের চারা ও বীজতলা নিয়ে শংকিত রয়েছেন কৃষকরা। হু হু করে পানি বাড়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন শতাধিক মৎস্য খামারি।

এদিকে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার ও সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে পানি ঢোকায় বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। এ রিপোর্ট লিখা পর্যন্ত পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাটসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সারাক্ষণ খোঁজখবর নেয়া হচ্ছে। তবে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আশংকাজনক কোনো ক্ষয়ক্ষতি হলে উপজেলা প্রশাসনকে তাৎক্ষণিক জানাতে স্থানীয় ইউপি জনপ্রতিনিধিরা তৎপর রয়েছেন। এছাড়া বন্যা মোকাবেলায় জরুরি ত্রাণ বিতরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। আমাদের মনিটরিং অব্যাহত থাকবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ