নুরুল আলম,টেকনাফঃকক্সবাজার টেকনাফের হ্নীলায় র্যাব-১৫ এর সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারী বাবা ছেলেসহ ৪ জনকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী। র্যাব সুত্র জানায়,গত ১০আগষ্ট বিকাল সাড়ে ৬টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৈকষ একটি আভিযানিক দল মাদকের চালান বহনের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি চোখে নজরে পরে তখন পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ফুলের ডেইল জাদি পাড়ার মৃত্যু ইসলাম মিয়ার পুত্র ছৈয়দ আকবর (৪০), পশ্চিম সিকদার পাড়ার মৃত্যু আব্দুল জাব্বারের পুত্র জাফর আলম (৪৩), নামমোরা পাড়ার মৃত্যু কাদের হোছনের পুত্র সাইফুল ইসলাম (২২) এবং পশ্চিম সিকদার পাড়ার জাফর আলমের পুত্র চিহ্নিত মাদক কারবারী পারভেজ (১৯) কে একটি পলিথিন ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৯হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়। কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ১১ আগস্ট এই ব্যাপারে বিস্তারিত অপরাধী থেকে তথ্য সংগ্রহ করে বলেন সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত আসামীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে ও পরিপূর্ণ সিদ্ধান্ত গৃহীত করে জেলা আদালতে হস্তান্তর করবে পুলিশ।
টেকনাফ হ্নীলা মাদক বিরোধী র্যাবে অভিযানে বাবা ছেলেসহ আটক ৪
ক্রাইম নিউজ ঢাকা
August, 11, 2021, 5:14 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
114 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।