নুরুল আলম,টেকনাফঃকক্সবাজার টেকনাফ র্যাব ১৫ সিপিসি-১এর মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ তিন মাদক কারবারী কে আটক করেছে বলে জানাগেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৪০০ ইয়াবা। সোমবার ৯ অগাষ্ট রাতে তাদের আটক করতে সক্ষম হয়। র্যাব ১৫ সিপিসি -১ টেকনাফ কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান চৌধুরী এবং অতিঃ পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার নেতৃত্বে টেকনাফ টু কক্সবাজার সড়ক সদর ইউনিয়ন বরইতলী জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর তিন ব্যক্তি কে সন্দেহ করে তল্লাশি করলে তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ ইয়াবা, মোবাইল ০৪ টি, সীম ০৫ টি, ঘড়ি ০২ টি ও নগদ ২২৪০/- টাকা পরিপুর্ণ আলামত সহ উদ্বার করেন ও ৩ জন কে আটক করে। আটক কৃতরা হলেন মোহাম্মদ ইউসুফ (২৪), রেজাউল করিম (২৮) নুর কামাল (১৯)। আটক কৃত আসামী বিরুদ্ধে জব্দকৃত মালামাল ও আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ও মাদক বিরোধী অভিযান অবহৃত থাকবে।
টেকনাফ সদর বড়তলী মাদক বিরোধী অভিযানে আলামত সহ ৩ মাদক কারবারী আটক
ক্রাইম নিউজ ঢাকা
August, 10, 2021, 8:39 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
125 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।