,


শিরোনাম:
«» উত্তরা তুরাগে ঢালায় সাজিয়ে রাখা পন্যের মতোই বিক্রি হচ্ছে মাদক দ্রব্য «» সেক্টরের সড়কে বিশাল গর্তে পড়ে আছে গরিবের আয়ের উৎস রিকশা «» শাহজালালে ৩৫১৮ পিস ইয়াবাসহ এক যাত্রী আটক «» ঢাকা ১৮ আসনে দয়াল কুমার বড়ুয়ার ঈদ উপহার বিতরণ। «» আব্দুল্লাহপুরে ময়মনসিংহের অবৈধ বাস কাউন্টারে যাত্রী হয়রানি ও মারধর অভিযোগ উঠেছে। «» জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা প্রেস ক্লাব। «» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’

ছাতকে দু’ভাইয়ের মধ্যে দোকানকোটা নিয়ে সংঘর্ষ আহত ৬

 সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে দোকান কোটার মালিকানা নিয়ে আপন দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষে ৬ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নের দক্ষিন কুপিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিন কুপিয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল জব্বারের দখলে থাকা বাড়ির সামনের এক দোকান কোটার মালিকানা নিয়ে অপর ভাই আব্দুস ছাত্তারের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার রাতে স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি নিঃস্পত্তি করে দেয়া হয়। মঙ্গলবার বিকেলে আব্দুস ছাত্তারের পক্ষ দোকানকোটা উচ্ছেদ করতে গেলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত বাবুল মিয়া(২৬), আব্দুল খালেক(২২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমুজ মিয়া(২০) কে ছাতক হাসপাতালে চিকিৎসাধীন ও ভর্তি করা হয়েছে। রংমালা বেগম(৪৫), আব্দুল মান্নান (৪৮)সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন জানান, ঘটনাটি আপোষে নিঃপত্তির চেষ্টা চলছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ