সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে দোকান কোটার মালিকানা নিয়ে আপন দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষে ৬ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নের দক্ষিন কুপিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিন কুপিয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল জব্বারের দখলে থাকা বাড়ির সামনের এক দোকান কোটার মালিকানা নিয়ে অপর ভাই আব্দুস ছাত্তারের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার রাতে স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি নিঃস্পত্তি করে দেয়া হয়। মঙ্গলবার বিকেলে আব্দুস ছাত্তারের পক্ষ দোকানকোটা উচ্ছেদ করতে গেলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত বাবুল মিয়া(২৬), আব্দুল খালেক(২২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমুজ মিয়া(২০) কে ছাতক হাসপাতালে চিকিৎসাধীন ও ভর্তি করা হয়েছে। রংমালা বেগম(৪৫), আব্দুল মান্নান (৪৮)সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন জানান, ঘটনাটি আপোষে নিঃপত্তির চেষ্টা চলছে।
ছাতকে দু’ভাইয়ের মধ্যে দোকানকোটা নিয়ে সংঘর্ষ আহত ৬
ক্রাইম নিউজ ঢাকা
August, 10, 2021, 8:46 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
262 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।