মাজহারুল ইসলাম,গলাচিপাঃপটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন এর আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯১ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা ভূমি কর্মকর্তা মোঃনজরুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিত সহ বিভিন্ন সরকারি ও বে-সরকারি দপ্তরের কর্মকর্ত বৃন্দ, জণপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ। এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার কর্মময় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষদ আলোচনা করা হয়।
গলাচিপায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯১ তম জন্মবার্ষিকী পালন
ক্রাইম নিউজ ঢাকা
August, 8, 2021, 8:02 am
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, পটুয়াখালী, বরিশাল, বিভাগীয় খবর, সারাদেশ |
127 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।