সেলিম মাহবুব, ছাতকঃ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সুনামগঞ্জের সহকারী সিনিয়র পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কারে ভুষিত হয়েছেন শেখ নাজিম উদ্দিন। শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যান সভায় পুলিশের এ দু’কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম। সম্মননা প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৯ সালে মে মাসে ছাতক ও দোয়ারা থানায় সার্কেল হিসেবে যোগদান করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন এবং এদিকে ২০২০ ইংরেজীর অক্টোবর মাসে শেখ নাজিম উদ্দিন ছাতক থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহন করেন। উভয় কর্মকর্তাই তাদের উপর অর্পিত সরকারী দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করায় সাধারন মানুষের মনে প্রশংসা কুড়িয়েছেন।
সুনামগঞ্জে মাসিক কল্যাণ সভায় বিল্লাল হোসেন ও ওসি নাজিম উদ্দিন শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কারে ভূষিত
ক্রাইম নিউজ ঢাকা
August, 7, 2021, 6:04 pm
অন্যান্য, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
175 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।