,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

অবহেলার কারণে ১৫ ফিশিং নৌকা ডুবি

নুরুল আলম,টেকনাফঃটেকনাফের বাহারছড়া বিভিন্ন নৌকার ঘাটে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে সাগরে উত্তাল ভয়ংকর ঢেউয়ের তালে আছড়ে পড়লে নৌকা ডুবির ঘটনা ঘটেছে।এতে জেলেরা সাঁতার কেটে নিরাপদে কুলে আসতে পারলেও দীর্ঘ সময়ে কষ্ট করে আহরণ করা মাছ সমুদ্রের স্রোতে ভেসে গেছে ও জুন জুলাই পবিত্র এই দিনে মাছ শিকার করতে পারেনা কারণ নদী সাগর কোনো মুহূর্তে জিম্মাদারি হইতে পারে পারেননি ওয়াস কিশ দিন নাফ নদী সংলগ্ন রাস্তায় থেকে শুরু করে বঙ্গ সাগর থেকে উঠিয়াছে তার কারণে যার কর্মতার বিভিন্ন সুত্রে জানা যায়,মঙ্গলবার(৩রা আগস্ট) সকালে মাছ শিকার শেষে কূলে ভিড়ানোর সময়ে প্রায় ১৫টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এর শামলাপুর উত্তর ও দক্ষিণ ঘাটে ২টি, উত্তর শিলখালী ঘাটে ২টি, চৌকিদার পাড়া ঘাটে ২টি,হলবনিয়া ঘাটে ৩টি, জাহাজপুরা ঘাটে ২টি, কাদের পাড়া ঘাটে ২টিসহ বিভিন্ন ঘাটে ১৫টি নৌকা ডুবেছে।তবে কোন মৎস্যঘাটে প্রাণহানির সন্দেশ পাওয়া যায়নি।বর্ষার অঝোর ধারা বৃষ্টি সঙ্গের সমুদ্রের পানির প্রবাহ স্রোত ও দ্রুত গতির অনবর ভয়ানক ঢেউয়ের কারণে মাঝিমাল্লা মূলোত ঢেউয়ের সঙ্গে তাল মেলাতে না পরে এঘটনা সংঘটিত হয়। এদিকে অনেক জেলে সাগরে মাছ শিকারে যাওয়ার সময় লাইফজেগেট সাথে না নেওয়ার প্রাণ হানির আশঙ্কা প্রকাশ করেন সচেতন মহল। বাহারছড়া সম্মিলিত নৌকা সমিতির সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন,’ সমুদ্র মোটা মুটি শান্তি তবু কূলে ভিড়ানোর সময়ে ঢেউয়ের খাদে পড়ে এমন নৌকা ডুবির মতো এমন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে।তাই সব মাঝি মোল্লারা বুঝাইয়া উচিৎ বের হওয়ার সময় ও ভীড়ানোর সময় নৌকার ইঞ্জিল ঠিক মতো কাজ করে কিনা এবং মাঝি ও ড্রাইভারের সর্তক থেকে ভিড়ানো দরকার বলে জানান তিনি আরও বিস্তারিত আসবে প্রায় শুধু বর্ষামৌসুমে নয় যে কোনো দিন পালিত করা হোক লাইবনিৎস ভেবেছিলেন কেবলমাত্র ও অবহেলা কারণে তাঁদের এই বেহাল দশা।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ