নুরুল আলম,টেকনাফঃটেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ওমর ফারুক (১৫) নামে একজন শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ডাঙ্গারপাড়া বাসিন্দা কালো মিয়া ছেলে বলে জানা যায় (আজ) গতকাল সোমবার বিকেল ৩টার দিকে শাহ পরীর দ্বীপ বড় খালে এ ঘটনাটি ঘটেছে এমন পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভাসমান অবস্থায় ওই খাল থেকে মরদেহ টি উদ্ধার করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান আজ ৩ আগস্ট সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল আমিন বলেন, (আজ) গতকাল সোমবার বিকেলে দিকে তারা কয়েকজন মিলে মিশে বড় খালে ওড়িজাল নিয়ে মাছ শিকার করতে যায়। হঠাৎ করে ওমর ফারুকের কোনো দেখা না পেয়ে অপরাপর সঙ্গীরা অনেক খোজা খুঁজি করছে পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।এই খবর পেয়ে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন আলামত তৈরি করেন ও তাদের বিষয় টেকনাফ মডেল থানায় অবগত করেন। পরে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অপেক্ষা করে তদন্তের ফলাফলে দেখা যায়।
মাছ ধরতে গিয়ে পানিতে নিখোঁজ অবশেষে বাসমান মরদেহ উদ্ধার এক শিশু
ক্রাইম নিউজ ঢাকা
August, 3, 2021, 6:20 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, স্বাস্থ্য |
193 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।