সেলিম মাহবুবঃসুনামগন্জ জেলার গোবিন্দগঞ্জর সাদা পুলের মুখ থেকে (২৫) বোতল অফিসার চয়েজ মদ ও একটি সিএনজি চালিত অটোরিকশা ফোরষ্টকসহ সুজন দেবকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে থানার এসআই মহিন উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখ থেকে ২৫ বোতল অফিসার চয়েজ মদ ও একটি নাম্বার বিহীন সিএনজি সহ সুজন দেব (২৪) কে আটক করা হয়। সে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাঠিলী পাড়া গ্রামের মৃত সুধীর দেবের পুত্র। এ অভিযানের সময় ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র রুবেল মিয়া (৩৫) ও শ্রীনগর গ্রামের মৃত খুর্শেদ আলীর পুত্র আবদুল কুদ্দুস (৩০) পালিয়ে যায়। ছাতক থানার এসআই মহিন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিনের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে, গোবিন্দগঞ্জ থেকে ২৫ বোতল অফিসার চয়েজ মদ ও একটি সিএনজিগাড়ি সহ সুজন দেব (২৪) কে আটক করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন এ ব্যাপারে মাদক ও আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
লক ডাউনেও থেমে নেই মাদক বানিজ্যঃমাদকের প্রধান বাহন এখন সিএনজি
ক্রাইম নিউজ ঢাকা
August, 1, 2021, 6:01 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
258 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।