,


শিরোনাম:
«» ঢাকা ১৮ আসনে দয়াল কুমার বড়ুয়ার ঈদ উপহার বিতরণ। «» আব্দুল্লাহপুরে ময়মনসিংহের অবৈধ বাস কাউন্টারে যাত্রী হয়রানি ও মারধর অভিযোগ উঠেছে। «» জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা প্রেস ক্লাব। «» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর

ফরিদগঞ্জে মানছেনা স্বাস্থ্যবিধিঃপ্রায় প্রতি ঘরেই জ্বরে আক্রান্ত!

কামরুজ্জামান, ফরিদগঞ্জঃবাড়ছে করোনা বাইরাসের ভয়াবহতা, বাড়ছে মৃত্যুর মিছিল, সংক্রমনের তালিকায় প্রতিদিনই জোগ হচ্ছে জ্যামিতিক হারে। প্রতিবছরে যেভাবে একটা নির্দিষ্ট সময়ে মানুষ ভাইরাস জ¦রে আক্রান্ত হতো, এবারও তার ব্যতিক্রম নয়, বরং এবারে জ¦রে আক্রান্তের সংখ্যা অনেক বেশী। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের প্রায় প্রতি বাড়ীতেই মৌসুমী ভাইরাসে আক্রান্ত হয়ে জ¦রে কাতরাচ্ছে অসংখ্য মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার কামরুল বলেন, এতে ভয়ের কিছু নেই। এ ধরনের জ¦রে প্রতিবিছরের একটা নির্দিষ্ট সময়ে মানুষ আক্রান্ত হয়। যেহেতু কভিড-১৯ এর অস্তিত্ব দির্ঘ সময় ধরে বিদ্যমান এবং এর ভায়াবহতা প্রতিনিয়ত বাড়ছে তাই ২/৩দিনের বেশী জ¦র থাকলে দ্রুত চিকিৎসকের পারামর্শ নিয়ে চিকিৎসা দিতে হবে। সাধারনতই জ¦রের রোগীদের আমরা করোনা টেষ্ট দিয়ে থাকি। রেজাল্টের ভিত্তিতে চিকিৎসা করানো হয়। ৭ থেকে ৮ জন করোনা রোগী বরাবরই হাসপাতালে চিকিৎসাধীন থাকে। উপজেলায় একটি সরকারী হাসপাতাল ব্যতীত পাঁচটি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে ঘুরে দেখা যায় কভিড-১৯ এর ভ্যাকসিন নিতে মানুষের যথেষ্ট ভীড়, জ¦রে আক্রান্ত রোগীর সংংখ্যাও কিন্তু লক্ষনীয়। পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতারে ১৫টি আইসোলেশন ওয়ার্ড আছে। অক্রিজেন সিরিন্ডারের ব্যবস্থা থাকলেও নেই কোন ভেন্টিলেশন ব্যবস্থা। আইসিইউ বা সিসিইউ’র তো প্রশ্নই উঠে না। করোনায় আক্রান্ত কোন রোগী সনাক্ত হলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে অথবা উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হচ্ছে। বেসরকারী হাসপাতার বা ক্লিনিকের মধ্যে ফরিদগঞ্জ ডায়বেটিস হাসপাতালেই একমাত্র করোনা আক্রান্ত রোগীদের সেবা বা চিকিৎসা দেয়া হচ্ছে। বাকী হাসপাতালগুলিতে বেশীরভাগই প্রসূতিদের সেবা প্রদান করা হয়। করোনা ভয়াবহতার কারনে অন্যান্য রোগীদের সেবাও ব্যহত হচ্ছে। উপজেলা প্রশাসন হতে প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, স্বাস্থবিধি অমান্যকারী ও সরকারী আদেশ অমান্যকারীদের নিয়মমেনে জরিমানা করা হয়। কিন্তু তা উপেক্ষা করে ও আদেশ অমান্য করে রাস্তায় চলছে রিক্সা, সিএনজি, অটোরিক্সা, ভ্যান, ছোট পিকাআপ ও মটরসাইকেল। ছোট ছোট দোকানগুলি না খুললেও বাজারের প্রতিষ্ঠিত রড-সিমেন্ট, টিন, রং ওহার্ডওযার কিছু কিছু কাপড়, টাইল্ধসঢ়;সের দোকান অসদুপায়ে তাদের ব্যবসা পরিচালনা করে। জরিমানা দেয়ার পর দম্ভ করে বলে প্রতিদিন লাভ ২০হাজার হলে ৫হাজার জরিমানা দিতে আপত্তি নেই। অধিকাংশই মাস্ক ব্যবহার করে না। এ ব্যপারে নির্বাহী কর্মকর্তা শিউলি হরি বলেন, মানুষ নিজ থেকে সচেতন না হলে জরিমানা বা জেল দিয়ে মহামারি রোধ সম্ভব না. তা ছাড়া মানবিক কারনে কিছু কিছু ক্ষেত্রে আইনের প্রয়োগও সম্বব হয় না। মহামারি রোধে সকলকে এগিয়ে আসতে হবে, স্বাস্থ্য বিধি মানতে হবে, সকলের সহযোগিতা থাকলেই আমরা দ্রুত এ সমস্যা থেকে রেহাই পাবো।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ