সেলিম মাহবুব, ছাতকঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২০ বস্তা ভারতীয় চা-পাতাসহ আতিকুর রহমান আতিক নামে এক চোরাকারবারীকে আটক করেছে ডিবি পুলিশ। দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে অপরাধীর নিজ বাড়ি থেকে ভারতীয় চাপাতাসহ আটক করা হয়। আটককৃত আতিক গ্রামের বাবুল মিয়ার ছেলে। ডিবির কার্যালয় সুত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে অভিযান চালিয়ে আতিক নামে এক চোরাকারবারীকে আটকসহ ২০ বস্তা ভারতীয় চা-পাতা জব্ধ করা হয়। জব্ধকৃত চাপাতার বাজার মূল্য আনুমানিক ২ লাখ ২৫ হাজার টাকা। আটককৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ। আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডিবির সেকেন্ড অফিসার এস আই শামীম আকঞ্জী।
দোয়ারাবাজারে ভারতীয় চা-পাতাসহ চোরাকারবারী গ্রেফতার
ক্রাইম নিউজ ঢাকা
July, 29, 2021, 6:02 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, কৃষি, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
212 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।