সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে চলমান লকডাউনে সরকারী নির্দেষনা ও স্বাস্থ্য বিধি মেনে চলতে সর্ব সাধারনের প্রতি আহবান জানিয়েছেন সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মিছবাহ উদ্দিন। গতকাল বুধবার ছাতক শহর সহ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে করোনা মহামারীর ভয়াবহতা তুলে ধরে তিনি সকলকে নিরাপদে ঘরে থাকার পরামর্শ দেন। এসময় সরকারী নির্দেষনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে শহরের আব্দুল্লাহ সু-ষ্টোর থেকে ২ হাজার টাকা এবং মাস্ক পরিধান না করায় এক ব্যক্তিকে আরো ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান ও সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসলাম উদ্দিন সহ সেনাবাহিনী ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
ছাতকে লকডাউন পরিস্থিতি পরিদর্শনে বিগ্রেডিয়ার জেনারেল মিছবাহ উদ্দিন
ক্রাইম নিউজ ঢাকা
July, 28, 2021, 6:31 pm
অন্যান্য, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট, স্বাস্থ্য |
84 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।