,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

সিলেটে ৫ সন্তানের জননীকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্ত্রীর প্রেমিককে কুপিয়ে আহত করেছে স্বামী

সেলিম মাহবুব, ছাতকঃসিলেট বিভাগের সুনামগন্জ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রাম থেকে ৫ সন্তানের জননীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ওই নারীর স্বামী দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে স্ত্রীর প্রেমিক আমির উদ্দিনকে। আমির উদ্দিন(৩২) রাজনপুর গ্রামের নাজির উদ্দিনের ছেলে। শনিবার সন্ধ্যায় রাজনপুর জামে মসজিদের দক্ষিণ পাশে জাহাঙ্গীরের মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহত আমির উদ্দিন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড়বছর পূর্বে গ্রামের কবির উদ্দিনের স্ত্রী ৫ সন্তানের জননী হাজেরা বেগমের(৩৫) সাথে একই গ্রামের নাজির উদ্দিনের ছেলে বিবাহিত আমির উদ্দিনের পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠে।

এর কিছু দিনপর কবির উদ্দিনের স্ত্রী হাজেরা বেগম কে নিয়ে ঢাকায় পালিয়ে যায় আমির উদ্দিন। হাজেরা বেগমের স্বামী কবির উদ্দিন রাজনপুর গ্রামের মৃত মহরম আলীর ছেলে। এ ব্যাপারে দোহালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুর মিয়া জানান, আমির উদ্দিন ও হাজেরার মধ্যে দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক ছিলো। প্রেমের টানে তারা ঢাকায় পাড়ি জমায়। প্রায় একবছর ঢাকায় অবস্থান শেষে ৩/৪ মাস পূর্বে আমির উদ্দিন ও হাজেরা গ্রামের বাড়ি রাজনপুরে চলে আসেন। এ নিয়ে গ্রাম্য সালিশ বৈঠক হয়েছ । যেহেতু ঐ নারী পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে তখন সালিশ ব্যক্তিরা আমির উদ্দিনকে আর্থিক জরিমানা করে বিষয়টি নিস্পত্তি করে দেন। কিন্তু একই গ্রামের ঐ নারীর আগের স্বামী কবির উদ্দিন স্ত্রী হাজেরার বর্তমান স্বামী আমির উদ্দিনকে সহ্য করতে না পেরেই এ ঘটনাটি ঘটিয়েছে।এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার্স ইনচার্জ দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ